Site icon Jamuna Television

বিশ্বকাপে তামিমকে না রাখার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

বিশ্বকাপ দলে তামিম ইকবালকে না রাখার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তামিম ইকবালকে না রাখার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ক্রিকেটপ্রেমীরা।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকালে শহরের কাজির দেউড়ি মোড়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভক্তরা অভিযোগ করেন, দেশসেরা ওপেনার তামিম সুপরিকল্পিত ষড়যন্ত্রের শিকার। তাকে সুকৌশলে সরে যেতে বাধ্য করা হয়েছে। দলে অন্তঃকলহ ও বিভেদ সৃষ্টি এবং সিনিয়র ক্রিকেটারদের সম্মানহানির জন্য বিসিবি’র ব্যর্থতাকে দায়ী করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এছাড়াও, টি টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য পেতে তামিমকে অবিলম্বে দলে অন্তর্ভুক্ত করার আহবান জানান তারা। তা নাহলে আরও বড় কর্মসূচির হুমকি দেন।

এর আগে গত ১ সেপ্টেম্বর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

Exit mobile version