Site icon Jamuna Television

সর্বকালের সেরা আইপিএল একাদশে যাদের রাখলেন সাকিব

ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ও বাংলাদেশের তারকা সাকিব আল হাসান আইপিএল খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে। ছয়দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ করে কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।

এর মাঝেই ভারতের এক ক্রীড়া সংবাদমাধ্যম স্পোর্টসকিডাকে দেয়া এক সাক্ষাৎকারে আইপিএলের সর্বকালের সেরা একাদশ বাছাই করেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার।

একাদশে চার বিদেশি রাখা গেলেও দুইবারের আইপিএল জয়ী সাকিব রেখেছেন তিন জনকে, মানে ৮ জনই ভারতীয়। নেতৃত্বে রেখেছেন চেন্নাই সুপার কিংসের তিনবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনিকে।

সাকিবের এই দলে বড় চমক, তিনি রাখেননি টি-টোয়েন্টির সুপারস্টার এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইলকে। তার দলে ওপেনার মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা ও সানরাইজার্স হায়দরাবাদের অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। তিন নম্বর ব্যাটসম্যান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি। চার নম্বরে সুরেশ রায়না। এরপর পাঁচ ও ছয়ে যথাক্রমে ধোনি ও লোকেশ রাহুল।

সাকিবের একাদশে দুজন অলরাউন্ডার রাজস্থান রয়্যালসের বেন স্টোকস ও চেন্নাইয়ের রবীন্দ্র জাদেজা। কোনো স্পেশালিস্ট স্পিনার নেই তার দলে। তিন পেসার লাসিথ মালিঙ্গা, যশপ্রীত বুমরা ও ভুবনেশ্বর কুমার।

সাকিবের সর্বকালের সেরা একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার) লোকেশ রাহুল, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, লাসিথ মালিঙ্গা, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার।

Exit mobile version