Site icon Jamuna Television

যা আলোচনা হবে মোদি-বাইডেনের বৈঠকে

আগামী সপ্তাহে হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি ও মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

আগামী সপ্তাহে বহুল আলোচিত বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানা গেছে, সেখানে আরও উপস্থিত থাকবেন জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। ধারণা করা হচ্ছে, এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবরোধে করণীয় নিয়ে আলোচনা করতেই বৈঠকে বসছেন তারা।

রয়টার্সে সূত্রে জানা গেছে, আগামী ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মত বৈঠকে বসতে যাচ্ছেন মোদি-বাইডেন। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর দুই রাষ্ট্রপ্রধানের এটিই প্রথম বৈঠক।

সম্প্রতি হোয়াইট হাউজের প্রেস সচিব জেন পাসকি এক বিবৃতিতে বলেন, আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে কোয়াড জোট শীর্ষ নেতাদের সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নেবেন এ বিশ্ব নেতৃবৃন্দ। জাতিসংঘের এবারের অধিবেশনে রাষ্ট্রনেতাদের বৈঠকে আলোচনার মূল বিষয় হতে যাচ্ছে আফগানিস্তান ইস্যু। কারণ, তালেবানের আকস্মিক উত্থান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দিল্লি প্রশাসনের জন্য, এ অবস্থায় মোদি-বাইডেন বৈঠকের গুরুত্ব বেড়েছে অনেকগুণ। এছাড়া আসন্ন বৈঠকে করোনা টিকা, জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও স্থান পাবে বলে জানা গেছে।

এর আগে গত মার্চে কোয়াড নেতারা একটি ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করেছিলেন, সে সময় তারা কোভিড-১৯ এর টিকা, ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তন ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বেইজিংয়ের আগ্রাসন রোধ নিয়ে আলোচনা করেন।

/এসএইচ

Exit mobile version