Site icon Jamuna Television

মা হচ্ছেন শখ

মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। ছবি: সংগৃহীত

মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ মা হচ্ছেন। নিজেই সংবাদমাধ্যমকে খবরটি জানিয়েছেন শখ।

সব ঠিকঠাক থাকলে আর মাস দু-এক পরই তার কোলজুড়ে আসবে সন্তান। চিকিৎসক তাকে এমনটাই জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন শখের পারিবার।

বিয়ের আগেই বিনোদন জগত ছেড়ে দিয়েছিলেন শখ। কারও সঙ্গে কোনো যোগাযোগ রাখতেন না তিনি।

এরপর বিয়ে করে খবর হন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। তখন বিয়ের কথা স্বীকার করেননি শখ। বিয়ের কথা স্বীকার না করলেও মা হওয়ার খবরটি জানালেন খুশিমনেই।
২০২০ সালের ১২ মে গাজীপুরের এক ব্যবসায়ীর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন শখ।

শখের স্বামীর নাম আতিকুর রহমান জন। তার গ্রামের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। শখ এখন সেখানেই থাকেন, মাঝে-মধ্যে রাজধানীর উত্তরায় নিজের বাসায়ও থাকেন।

নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরুর পর বিজ্ঞাপনের মডেলিং ও টিভি নাটকে অভিনয় করে দর্শকদের মাঝে পরিচিতি পান শখ। ‘অল্প অল্প প্রেমের গল্প’ ও ‘বলো না তুমি আমার’ নামে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

Exit mobile version