Site icon Jamuna Television

তালেবান নেতার তথ্য দিতে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

পাকিস্তান তালেবানের প্রধান মোল্লা ফজলুল্লাহ’র ব্যাপারে তথ্য দিতে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদ ইস্যুতে দেশ দু’টির সম্পর্কে উত্তেজনার মধ্যেই এলো এ ঘোষণা।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তান-আফগানিস্তানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জন্যও নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে উঠেছেন এই নেতা। ফজলুল্লাহ ছাড়াও পাকিস্তান তালেবানের আরও দুই নেতার মাথার দাম হিসেবে ৩০ লাখ ডলার করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান সরকার।

২০১৪ সাল থেকে সেনাবাহিনীর অভিযানে পাকিস্তানে দখলকৃত প্রায় সব এলাকার নিয়ন্ত্রণ হারালেও ভেতরে ভেতরে এখনও সক্রিয় তালেবান। এর আগে বুধবার আফগানিস্তানের একটি প্রত্যন্ত অঞ্চলে ড্রোন হামলা চালিয়ে মোল্লা ফজলুল্লাহ’র ছেলেসহ গোষ্ঠীটির ২০ সদস্যকে হত্যা করে মার্কিন বাহিনী।

Exit mobile version