Site icon Jamuna Television

তিন দিনেও খোঁজ মেলেনি জামালপুরে মহিলা মাদরাসার ৩ শিক্ষার্থীর

তিন দিনেও খোঁজ মেলেনি জামালপুরে মহিলা মাদরাসার ৩ শিক্ষার্থীর

ছবি: সংগৃহীত

নিখোঁজের তিন দিন পরও খোঁজ মেলেনি জামালপুরে মহিলা মাদরাসার তিন শিশু শিক্ষার্থীর।

শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় তিন শিক্ষককে আটক করেছে পুলিশ। মাদরাসা বন্ধ করে সব শিক্ষার্থীকে অভিভাবকদের জিম্মায় বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

পুলিশ জানায়, আবাসিক মাদরাসাটিতে রোববার ভোরে শিক্ষার্থীরা ফজরের নামাজ পড়তে ওঠে। সে সময়ও দ্বিতীয় শ্রেণির তিন শিক্ষার্থী মীম আক্তার, সূর্যবানু ও মনিরা মাদরাসাতেই ছিল।নামাজের পর আর তাদের খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় মাদরাসার মুহতামিম মাওলানা আসাদুজ্জামান ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন। এরপর তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি জানান। পরে পুলিশ গিয়ে মুহতামিমসহ আরও তিন শিক্ষক ইলিয়াস হোসেন, রাবেয়া ও শুকরিয়াকে আটক করে।

এনএনআর/

Exit mobile version