Site icon Jamuna Television

১১ বছর পর পর্দায় ফিরছেন ফারদিন খান

১১ বছর পর পর্দায় ফিরছেন ফারদিন খান

ছবি: অভিনেতা ফারদিন খান।

গত বছর মেদ ঝরিয়ে একদম ফিট লুকে ক্যামেরায় ধরা দিয়েছিলেন ফারদিন খান। তখনই তার পর্দায় ফেরার বিষয়টি আন্দাজ করা যাচ্ছিল। অবশেষে বড়পর্দায় মুখ দেখাতে হাজির হচ্ছেন ফারদিন খান। তাও চার কিংবা পাঁচ নয়, একেবারে ১১ বছর পর কামব্যাক করছেন ফারদিন। খবর হিন্দুস্তান টাইমসের।

সবর্শেষ এ অভিনেতাকে দেখা গিয়েছিল ‘দুলহা মিল গয়া’ ছবিতে। রিতেশ দেশমুখের সঙ্গে জুটি বেঁধে সঞ্জয় গুপ্তার পরিচালনায় ‘বিস্ফোট’ ছবির মাধ্যমে ফের একবার দর্শকদের সামনে আসবেন তিনি।

বিখ্যাত ভেনিজুলিয়ান ছবি ‘রক পেপার সিজারস’ এর হিন্দি রিমেক হতে চলেছে ‘বিস্ফোট’। ২০১২ সালে মুক্তি পাওয়া এ ছবিটি ৮৫তম অস্কারের ‘সেরা বিদেশি ছবি’র বিভাগে পাঠানো হয়েছিল ভেনিজুয়েলার পক্ষ থেকে।

এর আগেও বড়পর্দায় ‘হে বেবি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন ফারদিন এবং রিতেশ। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল সেই ছবি। এই হিসেবে ১৪ বছর পর রিতেশের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ফারদিন।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সঞ্জয় গুপ্তাও। তিনি জানান, চলতি মাসের শেষের দিকেই শুরু হয়ে যাবে ছবির শুটিং। বর্তমানে জোরকদমে সঞ্জয় এবং তার টিম দিনরাত ব্যস্ত ছবির প্রি প্রোডাকশন কাজে।

এনএনআর/

Exit mobile version