Site icon Jamuna Television

হাইতির প্রেসিডেন্ট হত্যাকাণ্ড: প্রধানমন্ত্রী হেনরির বিরুদ্ধে কৌঁসুলির অভিযোগ

হাইতির প্রেসিডেন্ট হত্যাকাণ্ড: প্রধানমন্ত্রী হেনরির বিরুদ্ধে কৌঁসুলির অভিযোগ

ছবি: হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি।

হাইতির প্রেসিডেন্টের হত্যায় প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির জড়িত থাকার অভিযোগ তুলেছেন প্রধান কৌঁসুলি।

মঙ্গলবার প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের আনুষ্ঠানিক অনুমতি চেয়েছেন চিফ প্রসিকিউটর বেড ফোর্ড ক্লড। উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টকে হত্যার দিন প্রধান সন্দেহভাজনের সাথে ফোনে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তার ওপর ভিত্তি করে, সরকার প্রধানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করতে বিচারকের কাছে আর্জি জানান তিনি। বলেন, মামলা করতে এবং সরাসরি অভিযোগ তোলার মতো যথেষ্ট উপাদান রয়েছে।

এ ব্যাপারে, তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া জানাননি হেনরি।

গেলো ৭ জুলাই আততায়ীদের হাতে খুন হন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস। সংস্কারপন্থি এই রাষ্ট্রনেতা শুরু থেকেই অনেকের চক্ষুশূল ছিলেন।

এনএনআর/

Exit mobile version