Site icon Jamuna Television

উন্নয়ন ও উচ্চ প্রবৃদ্ধি হলেও দেশে বৈষম্য বেড়েছে: গওহর রিজভী

উন্নয়ন ও উচ্চ প্রবৃদ্ধি হলেও দেশে বৈষম্য বেড়েছে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। এলডিসি থেকে বেরোনোর চ্যালেঞ্জ মোকাবেলায় রাজনৈতিক স্থিতিশীলতার উপর গুরুত্বারোপ করেন তিনি। সকালে এলডিসি থেকে উত্তরণ নিয়ে আয়োজিত সিপিডির সেমিনারে তিনি এসব কথা বলেন।

আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, উন্নয়নশীল দেশ হবার সুফল দিতে হবে ব্যবসায়ীদের। বাড়াতে হবে বিদেশি বিনিয়োগ। উন্নয়নশীল হবার পর অন্যান্য দেশে এফডিআই বাড়ার নজির মিললেও, বাংলাদেশে ব্যবসার পরিবেশ নিয়ে শঙ্কা আছে। এফডিআইতে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। কিন্তু সেই সম্ভাবনা কাজে লাগাতে বাংলাদেশকে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে আরও কাজ করতে হবে। আইনী কাঠামো সংস্কারের পাশাপাশি বাড়াতে হবে অবকাঠামো সুবিধা। ঢেলে সাজাতে হবে বাণিজ্য চুক্তির নানা শর্ত।

Exit mobile version