Site icon Jamuna Television

বাগেরহাটে এক মাসে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত ১০ হাজারের বেশি শিশু

বাগেরহাটে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ১০ হাজারেরও বেশি শিশু।

জাহিদ হাসান:

বাগেরহাটে গেলো এক মাসে নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত ১০ হাজারের বেশি শিশুকে চিকিৎসা দেয়া হয়েছে সরকারি হাসপাতালগুলোতে। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে সদর হাসপাতাল কর্তৃপক্ষকে।

গেলো এক মাস ধরে বাগেরহাটে বাড়ছে শিশুদের নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগ। সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে রোগী ভর্তি থাকছে দ্বিগুণেরও বেশি। আর বহির্বিভাগে প্রতিদিন সেবা নিচ্ছে দুই শতাধিক শিশু।

বাগেরহাট সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. শিহান মাহমুদ বলেন, এবার রোগীর চাপ এতো বেড়েছে যে আমরা বারান্দায় রোগী দিয়েও চাপ সঙ্কুলান করতে পারছি না। আবহাওয়ার তারতম্যের কারণেই রোগীর সংখ্যা অনেক বেড়েছে।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন, গত আগস্ট মাস থেকে অলরেডি সদর হাসপাতালেই সাড়ে ৪ হাজার রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি। সমগ্র বাগেরহাট জেলায় আমরা ১০ হাজারের বেশি শিশুকে চিকিৎসা দিয়েছি। রোগীর চাপ বেড়ে যাওয়া আমরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছি। তারপরও সম্মিলিত প্রচেষ্টায় আমরা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি।

এদিকে, চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণেই বাড়ছে শিশুদের ঠাণ্ডাজনিত রোগ। আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ তাদের।

ইউএইচ/

Exit mobile version