Site icon Jamuna Television

সাকিবের আইপিএল দলে বিবাদ!

ছবি: সংগৃহীত

২০২১ আইপিএলের দ্বিতীয় পর্ব শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স দলে অভ্যন্তরীণ কলহ দেখা দিয়েছে। অধিনায়ক এউইন মরগ্যানকে প্রশ্নবিদ্ধ করেছেন ভারতীয় স্পিনার কুলদ্বীপ যাদব।

এই চায়নাম্যান স্পিনারের দাবি, তিনি কেমন খেলোয়াড় তা নিয়ে এউইন মরগ্যানের কোনো ধারণাই নেই। তিনি আরও বলেন, আইপিএলে দুই মাসের পরিকল্পনা থাকে বলে দলের অনেক ব্যাপারে কথা বলার জায়গা থাকে না। তাই দলে থাকা বা বাদ হওয়ার কারণ জানা যায় না।

এ বছরের আইপিএলে প্রথম পর্বের কোনো ম্যাচে খেলার সুযোগ হয়নি কুলদ্বীপের। জাতীয় দলেও অনিয়মিত হয়ে পড়েছেন এক সময়ে ভারতের সেরা স্পিনার। মূলত ম্যাচে সুযোগ না পেয়ে ক্ষিপ্ত হয়ে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন কুলদ্বীপ।

Exit mobile version