Site icon Jamuna Television

এশিয়ার সবচেয়ে প্রভাবশালী নারী দীপিকা

এশিয়ার সবচেয়ে প্রভাবশালী নারী দীপিকা

ছবি: সংগৃহীত

বলিউডের প্রভাবশালী অভিনেত্রীদের একজন দীপিকা পাডুকোন। এবার গালা বিঙ্গোর এক জরিপে চলচ্চিত্র ও টিভি ইন্ডাস্ট্রিতে এশিয়ার সবচেয়ে প্রভাবশালী নারী নির্বাচিত হয়েছেন তিনি।

গালা বিঙ্গোর প্রতিবেদনে বলা হয়েছে, সব মিলিয়ে দীপিকা পাডুকোনের অনুসারী ১৩৯ মিলিয়ন, যা তাকে টিভি ও ফিল্ম বিভাগে এশিয়ার সবচেয়ে প্রভাবশালী নারীতে পরিণত করেছে। ইনস্টাগ্রামে এনগেজমেন্ট রেটেও দীপিকা শীর্ষে। এছাড়া ইমপ্রেশন পার টুইট, তিন মিলিয়ন গুগল সার্চসহ মোস্ট মিডিয়া মেনশন ক্যাটাগরিতে শীর্ষে দীপিকা।

আন্তর্জাতিক এনডোর্সমেন্টে দীপিকাকে কুইন বলা যেতে পারে। সিনেমার বাইরেও বড় বড় ব্র্যান্ডের সঙ্গে চুক্তি রয়েছে এ অভিনেত্রীর। তিনি লেভিস, লাইকি, টিসোট ও চপার্ডের মতো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত।

এনএনআর/

Exit mobile version