Site icon Jamuna Television

‘বিমানবন্দরে ল্যাব বসানোর দায়িত্ব প্রবাসী কল্যাণের, স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সহায়তা করবে’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি।

প্রবাসীদের জন্য বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব স্থাপনের দায়িত্ব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তবে স্বাস্থ্য মন্ত্রণালয় ল্যাব নির্মাণে তাদের কারিগরী সহায়তা দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সংসদের অধিবেশনে একথা বলেন মন্ত্রী।

এর আগে, ৬ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বৈঠকে জরুরি ভিত্তিতে বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব বসানোর নির্দেশনা দেন খোদ প্রধানমন্ত্রী। এরপর প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়েও শুরু হয় তৎপরতা। কিন্তু প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা থাকা সত্ত্বেও এখনও ল্যাব নির্মাণ হয়নি কোনো বিমানবন্দরেই। তবে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে বহুতল কার পার্কিংয়ের তৃতীয় তলায় শুধু জায়গা নির্ধারণ করেছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

Exit mobile version