Site icon Jamuna Television

লটারিতে মিলবে মাদকসম্রাটের রহস্যময় বাড়ি

বাথট্যাবের নিচে এল চ্যাপ্পোর সেই আলোচিত সুরঙ্গপথ। ছবি: সংগৃহীত।

লটারি জিতলেই পাওয়া যাবে একটি রহস্যময় বাড়ি। যার মালিক ছিলেন মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এল চ্যাপ্পো গুজম্যান। এই পুরস্কার ঘোষণা করলো দেশটির সরকার।

২০১৪ সালে অভিযান চালানো হলে এখান থেকেই নাটকীয় কায়দায় পালিয়ে যান মেক্সিকোর এ শীর্ষ মাফিয়া। তার পর থেকেই বাড়িটি পরিত্যক্ত।

সম্প্রতি সরকারের উদ্যোগে কিছু সংস্কার আনা হয় সাদামাটা দু’কক্ষের এ ভবনটিতে। সরানো হয়েছে সব সিসিটিভি। এছাড়া বাথরুমের বাথটাবের নীচে যে সুরঙ্গপথ ছিলো সেটিও সিমেন্টের মাধ্যমে সিলগালা করা হয়েছে।

বাড়িটির বর্তমান বাজারমূল্য ১ লাখ ৮৩ হাজার ডলার নির্ধারণ করেছে সরকার। গেলো বছর বাড়িটি নিলামে তোলা হয়। কিন্তু কেউই সেটি কিনতে আগ্রহী ছিলনা।

২০১৯ সালে ধরা পড়েন এল চ্যাপ্পো। হত্যা, মাদক ব্যবসা এবং অস্ত্র চোরাচালান মামলায় যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী তিনি।

Exit mobile version