Site icon Jamuna Television

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাক উল্টে নিহত ৫

রংপুরগামী রড বোঝাই ট্রাক গাইবান্ধার পলাশবাড়ীর জুনদহে পৌঁছলে মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে ট্রাকটি রাস্তায় আরেকটি যাত্রীবাহি অটোবাইককে ধাক্কা দিয়ে উল্টে খাদে পড়ে যায়।  এ সময় ঘটনাস্থলেই ট্রাক ও অটোবাইকে থাকা ৫ যাত্রী নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন।  দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে। তারা পেশায় নির্মাণ শ্রমিক। অন্যদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
আহতদের উদ্ধার করে পলাশবাড়ী ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক।

এর আগে সকালে গাইবান্ধার পলাশবাড়ী শহরের সরকার ফিলিং স্টেশন এলাকায় বাসের (রির্জাভ) ধাক্কায় অবৈধ থ্রি হুইলারে থাকা তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

Exit mobile version