Site icon Jamuna Television

দুদিনের ব্যবধানে জোড়া ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা উত্তর কোরিয়ার

ছবি: সংগৃহীত

মাত্র দু’দিনের ব্যবধানে জোড়া ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে প্রতিবেশি দেশগুলো।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানান, পূর্ব উপকূল থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো। স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় চালানো হয় পরীক্ষা। ক্ষেপণাস্ত্রগুলো ৮০০ কিলোমিটার পথ অতিক্রম করে জাপান জলসীমার অর্থনৈতিক জোনে পড়ে।

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গভীর উদ্বেগ জানান। বলেন, এ ধরনের পরীক্ষায় আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে।

গত সোমবারই (১৩ সেপ্টেম্বর) নিজ ভূখণ্ড থেকে দূরপাল্লার ক্রুজ মিসাইলের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এ বিষয়ে বুধবার দক্ষিণ কোরিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বসার কথা।

Exit mobile version