Site icon Jamuna Television

‘ধপ্পা’ নিয়ে আসছেন শ্রাবন্তী

ছবি: সংগৃহীত

সমুদ্রসৈকত কিংবা পাহাড়ে ঘোরাফেরার ছবি নয়, সকাল সকাল ‘ধপ্পা’র ছবি দিয়ে এবার আলোচনায় আসলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ইনস্টাগ্রামে নিজের পরবর্তী সিনেমার চিত্রনাট্যের একটি ছবি পোস্ট করলেন শ্রাবন্তী। ছবির নাম ‘ধপ্পা’।

রোহিত সৌম্যের চিত্রনাট্য এবং সংলাপে অভিনয় করেছেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘নতুন প্রকল্প’। তার পর অনুরাগীদের উদ্দেশে লিখেছেন, ‘আপনাদের সকলের আশীর্বাদ চাই।’

এছাড়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে শ্যুটিং সেটের একটি ভিডিও প্রকাশ করেছেন শ্রাবন্তী। মূলত, নিজের পরবর্তী সিনেমার আগাম জানান দিয়ে রাখলেন এ টালিউড তারকা।

Exit mobile version