Site icon Jamuna Television

বিধ্বংসী সেঞ্চুরিতে যতিন্দার সিংয়ের রেকর্ড

ওমানের ক্রিকেটার যতিন্দার সিং। ছবি: সংগৃহীত

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ টু এর ম্যাচে রেকর্ড করেছেন ওমানের ব্যাটসম্যান যতিন্দার সিং। আইসিসির সহযোগী দেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করেছেন যতিন্দার।

নেপালের বিপক্ষে ৬০ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন তিনি। যতিন্দারের করা ১২ চার ও ৬ ছক্কায় ১০৭ রানের ইনিংসের উপর ভর করে ৫ উইকেটে ম্যাচ জিতে যায় ওমান।

এদিকে, ১৯ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে ওয়ানডেতে দেশের হয়ে ৫০ বলে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়ান।

/এম ই

Exit mobile version