Site icon Jamuna Television

‘দক্ষিণ এশিয়ায় ফ্রান্সের সবচেয়ে বড় মিত্র দেশ ভারত’

ইউরোপের মধ্যে ভারতের সবচেয়ে বড় অংশীদার হতে চায় ফ্রান্স। শনিবার ভারত সফরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাতে এ কথা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরন।

ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে ফ্রান্সের সবচেয়ে বড় মিত্র দেশ ভারত। এছাড়া ইউরোপের মধ্যেও মিত্র দেশ গুলোর সবার উপরে থাকতে চায় ফ্রান্স। সাক্ষাত শেষে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফরাসি প্রেসিডেন্ট।

এর আগে চার দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছান প্রেসিডেন্ট ম্যাকরন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ম্যাকরনের এ সফরে গুরুত্ব পাবে দু’দেশের মধ্যকার নিরাপত্তা, বাণিজ্য, সন্ত্রাস বিরোধী অভিযানসহ বেশ কিছু ইস্যু। এমন সময় এ সফর যখন রাফাল যুদ্ধ বিমান কেনা নিয়ে বিতর্ক চলছে কংগ্রেসের সাথে।

Exit mobile version