Site icon Jamuna Television

বিয়ানীবাজারে মাদ্রাসা ছাত্র বলাৎকার, মুহতামিম আটক

অভিযুক্ত মুহতামিম হাফিজ আব্দুর রহিমকে (৫৫) আটক করা হয়েছে।

সিলেট প্রতিনিধি:


বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর এলাকার হযরত হায়দর শাহ (রহঃ) হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার মুহতামিম হাফিজ আব্দুর রহিমকে (৫৫) আটক করা হয়েছে।

আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিজিবি সদস্যরা মাদ্রাসার মুহতামিমকে আটকের পর রাত ৮টার দিকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করে।

জানা যায়, বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের এক বিজিবি সদস্যের পুত্র হযরত হায়দর (রহঃ) হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। সম্প্রতি ওই ছাত্র মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিলে জিজ্ঞাসাবাদ করলে সে বলাৎকারের বিষয়টি বিজিবি সদস্য পিতাকে জানায়। বিজিবি’র ওই সদস্য ৫২ ব্যাটলিয়নের দায়িত্বশীলদের ঘটনাটি অবহিত করলে আজ বুধবার দুপুরে মাদ্রাসার মুহতামিম হাফিজ আব্দুর রহিমকে জিজ্ঞাসাবাদ করতে সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।পরে ঘটনার সত্যতা ও ভিকটিম ছাত্রের মৌখিক জবানবন্ধি নেয়ার পর রাত ৮টার দিকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, মাদ্রাসার মুহতামিমকে বিজিবির পক্ষ থেকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের পিতা থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা হবে।

/এসএইচ

Exit mobile version