Site icon Jamuna Television

বন্ধুর প্রেমিকাকে বিয়ে করতে বন্ধুকে খুন

প্রতীকী ছবি।

ভারতের উত্তরপ্রদেশে ছয় মাস আগের খুনের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। বন্ধুর প্রেমিকাকে বিয়ে করতে নিজের বন্ধুকেই হত্যা করেছেন এক যুবক।

পুলিশ জানিয়েছে, প্রেমঘটিত কারণেই বন্ধুর হাতে খুন হয়েছিলেন ওই যুবক।

নিহত ওই যুবকের নাম নাসিম। তিনি মেরঠ জেলার কিথোরে শহরের বাসিন্দা। হিনা নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। হিনার সঙ্গে গড়মুক্তেশ্বরে ভাড়া বাড়িতে থাকতেন তিনি।

পুলিশ জানায়, ১৭ মার্চ থেকে নিখোঁজ হয়ে যান নাসিম। এর দিন কয়েক পর তার মরদেহ উদ্ধার হয় আমরোহা জেলার ধানোরা মান্ডি এলাকায়। ২৩ মার্চ নাসিমের পরিবারের লোক কিথোরে থানায় অভিযোগ করেন। এর পরই তদন্তে নামে পুলিশ।

পুলিশ আরও জানায়, নাসিম ও হিনা যেখানে থাকতেন, সেখানে নিয়মিত যাতায়াত ছিল নাসিমের বন্ধু দানিশের। একপর্যায়ে হিনার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে দানিশের। এ নিয়ে নাসিমের সঙ্গে তর্ক হয়েছিল দানিশের।

এর পরই নাসিমকে খুন করে সে। পরে হিনার সঙ্গে গড়মুক্তেশ্বের থাকতে শুরু করে। পুলিশের কাছে খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত দানিশ। পুলিশ দানিশ ও হিনাকে গ্রেফতার করেছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Exit mobile version