Site icon Jamuna Television

ভিডিওতে বারাদার: তালেবান সরকারে অন্তর্কোন্দলের তথ্য সঠিক নয়

ভিডিওতে বারাদার: তালেবান সরকারে অন্তর্কোন্দলের তথ্য সঠিক নয়

ছবি: আফগানিস্তানের নতুন উপ প্রধানমন্ত্রী মোল্লাহ আব্দুল গনি বারাদার।

তালেবান নেতৃত্বাধীন সরকারে অন্তর্কোন্দলের খবর অস্বীকার করেছেন আফগানিস্তানের নতুন উপ প্রধানমন্ত্রী মোল্লাহ আব্দুল গনি বারাদার। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর অবশেষে ভিডিওতে দেখা গেলো তাকে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারের ভিডিওটি পোস্ট করা হয় তালেবানের দোহা কার্যালয়ের টুইটার পেইজে।

সেখানে বারাদার দাবি করেন, হাক্কানি নেটওয়ার্কের সাথে তার টানাপোড়েনের তথ্য সঠিক নয়। বরং একই পরিবারের মতোই সম্পর্ক দু’পক্ষের। পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল বলেও জানান। বলেন, ইন্টারনেট সংযোগের বাইরে থাকায়, এর আগে ভুয়া তথ্য সম্পর্কে জানাতে পারেননি।

এর আগে তালেবানের শীর্ষ কয়েকজন নেতার বরাতে তালেবান সরকারে টানাপোড়েনের খবর প্রকাশ করে বিবিসি। এছাড়া কয়েকদিন ধরে বারাদারের মৃত্যুর গুঞ্জনও শোনা যায়। এরপরই অডিওবার্তায় সুস্থ আছেন বলে জানিয়েছিলেন তিনি।

এনএনআর/

Exit mobile version