Site icon Jamuna Television

জাপানি দুই শিশু কার সাথে থাকবেন, সিদ্ধান্ত আজ

জাপানি নারীর দুই শিশু আদালতে

আদালতে জাপানি বাংলাদেশি দম্পতির দুই শিশু।

জাপানি দুই শিশু বাবা নাকি মায়ের সাথে থাকবেন সেই বিষয়ে আদালতের নির্দেশনা পাওয়া যাবে আজ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) পূর্বনির্ধারিত বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দিবেন।

এর আগে গত ৩১ আগস্ট হাইকোর্ট রাজধানীর গুলশানের একটি বাসায় ১৫ দিন একসাথে থাকার নির্দেশ দিয়েছিলেন জাপানি দুই শিশু ও তাদের মা-বাবাকে। এ সময় তাদের সাথে সমাজকল্যাণ অধিদফতরের একজন কর্মকর্তা থাকার কথাও বলা হয়। তাদের নিরাপত্তার জন্য নিয়োজিত করা হয় পুলিশ।

উল্লেখ্য, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক স্বামী শরীফ ইমরানের কাছ থেকে ১০ ও ১১ বছর বয়সী দুই মেয়ে সন্তানকে ফিরে পেতে ১৯ আগস্ট হাইকোর্টে রিট করেন জাপানি নারী এরিকো। রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট দুই শিশুকে আদালতে হাজির করতে তাদের বাবা ও ফুফুকে নির্দেশ দিয়েছিলেন। এরপর ২২ আগস্ট দুই শিশুকে ইমরানের বারিধারার বাসা থেকে উদ্ধার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারপর থেকে তারা উইমেন সাপোর্ট সেন্টারে ছিল।

Exit mobile version