Site icon Jamuna Television

ঈশানের বাবা যশ: নুসরাত

ঈশানের বাবা যশ: নুসরাত

ছবি: সংগৃহীত

সন্তানের পিতৃপরিচয় নিয়ে অবশেষে মুখ খুললেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহান। বুধবার কলকাতা পৌরসভার ওয়েবসাইটে দেখা গেছে, নুসরাতের ছেলের নাম ঈশান জে দাশগুপ্ত। বাবার নামের পাশে লেখা দেবাশিস দাশগুপ্ত অর্থাৎ যশ। মায়ের নামের পাশে নুসরাত জাহান রুহি।

ঈশানের জন্ম সনদ।

বুধবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টার পরে ওয়েবসাইট আপডেট করতেই প্রকাশ্যে আসে সমস্ত তথ্য। নুসরাত তার ছেলে ঈশানের বার্থ সার্টিফিকেটের জন্য যে যে তথ্য দিয়েছেন, তাতে বাবার নাম হিসেবে যশের নামই দিয়েছেন। বাবার পদবিই ছেলের পদবি হিসেবে ব্যবহৃত হয়েছে।

অনলাইনে এই বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নম্বর ১৬২৩ বলে পৌরসভা গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

আরও পড়ুন: নুসরাতকে নিয়ে মুখ খুললেন যশের প্রাক্তন স্ত্রী

এর আগে নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সন্তানের পিতৃপরিচয় নিয়ে বহু কটূক্তি, কটাক্ষ, কৌতূহলের মুখোমুখি হতে হয়েছে যশ-নুসরাতকে। তারকা যুগল প্রকাশ্যে এ নিয়ে কোনও কথা বলেননি কখনও। নুসরাতের ‘বাবা কে তা বাবা জানে’, এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে জল্পনা আরও বেড়ে যায়।

এদিকে নুসরাত ও ঈশানকে সারাক্ষণই আগলে রাখতে দেখা গেছে যশকে। যশের কোলেই নুসরাতের ছেলে ঈশানের প্রথম দেখা মিলেছিল। তার পরেও নুসরাত বা যশের মুখ থেকে সরাসরি কিছু জানতে না পারায় ঈশানের পিতৃপরিচয় নিয়ে দ্বন্দ্ব থেকেই গিয়েছিল। অবশেষে অপেক্ষার অবসান হলো।

এনএনআর/

Exit mobile version