Site icon Jamuna Television

সিনেম্যাটিক স্টাইলে টাকা আত্মসাতের চেষ্টা, গ্রেফতার ২

চট্টগ্রামে ডিবি পরিচয়ে অপহরণের নাটক সাজিয়ে ১০ লাখ টাকা আত্মসাত চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল (১৫ সেপ্টেম্বর) রাতে আব্দুর রহিম ও সেলিম নামে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ লাখ টাকাও উদ্ধার করা হয়।

জেলার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ক্লিপটন গ্রুপে পিয়ন হিসেবে চাকরি করতো আব্দুর রহিম। গত ১২ সেপ্টেম্বর তাকে ব্র্যাক ব্যাংকের কাজির দেউড়ি শাখা থেকে দশ লাখ টাকা তুলে আনতে বলা হয়। টাকা তুলে অফিসে ফেরার কথা থাকলেও মোবাইল বন্ধ করে আত্মগোপনে চলে যায় রহিম। টাকা জমা রাখে বন্ধু সেলিমের কাছে। গল্প সাজায় ডিবি পরিচয়ে অপহরণ করা হয় তাকে। রহিম অসুস্থতার ভান করে হাসপাতালেও ভর্তি হয়েছিলো বলে জানায় পুলিশ।

Exit mobile version