Site icon Jamuna Television

এবার ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

ট্রেনের মাধ্যমে স্থানান্তরে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সামনে আনলো উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায় এ তথ্য।

কেসিএনএ জানায়, দেশের জন্য হুমকি এবং শত্রুপক্ষের যেকোনো হামলার জবাব দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। বুধবারই জোড়া মিসাইলের সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ৮০০ কিলোমিটার পথ পাড়ি দেয় ক্ষেপণাস্ত্রগুলো।

বার্তা সংস্থার প্রকাশিত ছবিতে দেখা যায়, গাঢ় জলপাই রঙের মিসাইলটি স্থাপন করা হয়েছে ট্রেনের ওপর। যা পার্বত্য একটি রেললাইন থেকে উৎক্ষেপণ করা হয়।

অন্যদিকে, নিরাপত্তা ঝুঁকির মুখে একইদিন সাবমেরিন থেকে উৎক্ষেপণে সক্ষম ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালায় দক্ষিণ কোরিয়াও। এ ঘটনায় আঞ্চলিক উত্তেজনা নতুনভাবে ছড়িয়েছে। এ বিষয়ে আজ বৈঠকে বসবেন চীন ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা।

Exit mobile version