Site icon Jamuna Television

বিএনপির আন্দোলনের বর্তমান প্রয়াসও নিষ্ফল হবে: কাদের

বিএনপির আন্দোলনের বর্তমান প্রয়াসও নিষ্ফল হবে: কাদের

ছবি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গত ১৩ বছর ধরে বিএনপির আন্দোলনের আহ্বান যেমন ব্যর্থ হয়েছে, বর্তমান প্রয়াসও নিষ্ফল হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের আইন আদালতের তোয়াক্কা না করে মনগড়া কথা বলাই বিএনপির স্বভাব।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভাবনায় এবং চর্চায় বিএনপির একমুখি দর্শন তাদের রাজনৈতিক অস্তিত্বের শেকড়কে দিনদিন দুর্বল করছে। খালেদা জিয়াকে ভয় পায় বলেই সরকার তাকে বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না বিএনপির এমন অভিযোগের ভিত্তি নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

মন্ত্রী আরও বলেন, বিএনপি নেতারাই খালেদা জিয়ার চিকিৎসা চান কীনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

এনএনআর/

Exit mobile version