Site icon Jamuna Television

সরকারি অনুদান ফিরিয়ে দিচ্ছেন অমিতাভ রেজা

সরকারি অনুদান ফিরিয়ে দিচ্ছেন অমিতাভ রেজা

ছবি: নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।

২০২০-২১ অর্থবছরে হুমায়ূন আহমেদের ‘পেন্সিলে আঁকা পরী’ উপন্যাসের গল্প নিয়ে সিনেমা নির্মাণের জন্য ৬০ লাখ টাকা অনুদান পেয়েছিলেন খ্যতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। তবে এই সিনেমা নির্মাণ না করে অনুদানের টাকা সরকারকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ বিষয়ে অমিতাভ রেজা জানান, দুই দফা তিনি সরাসরি হুমায়ূন আহমেদের কাছ থেকে সিনেমাটি নির্মাণের জন্য অনুমোদন নিয়েছিলেন। কিন্তু অনুদান পাওয়ার পর হুমায়ূন আহমেদ ট্রাস্টি বোর্ড চূড়ান্ত অনুমোদন নিতে গেলে আর্থিক বিষয়সহ বেশ কিছু নতুন শর্ত দেওয়া হয়েছে। যেটি মেনে তার পক্ষে সিনেমাটি নির্মাণ করা সম্ভব নয়। আর সে কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

এদিকে নির্মাতার মুক্তিপ্রতীক্ষিত ২য় চলচ্চিত্র “রিক্সা গার্ল” নিয়ে যাচ্ছেন উত্তর আমেরিকায়। ৭ থেকে ১৭ অক্টোবর মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ছবিটি। যেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকছেন অমিতাভ রেজা নিজেও। ফিরেই জানাবেন নতুন নির্মাণের ঘোষণা।

এনএনআর/

Exit mobile version