
ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুগের বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেই ড্র করলেও নতুন এক মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি।
চ্যাম্পিয়ন্স লিগে নিজের ১৫০ তম ম্যাচ খেললেন এই আর্জেন্টাইন তারকা। এর মাঝে ১৪৯টি খেলেছেন সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে। বিশ্বের চতুর্থ খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।
এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ক্রিস্টিয়ানো রোনালদো এবং ইকার ক্যাসিয়াসের। দু’জনই খেলেছেন ১৭৭ ম্যাচ। মেসির আরেক সতীর্থ জাভি চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন ১৫১টি ম্যাচ। জাভি ও ক্যাসিয়াস অবসরে যাওয়ায় মেসির সামনে সুযোগ আছে তাদের টপকে যাওয়ার। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সিআরসেভেন এখনও চালিয়ে যাচ্ছেন খেলা।



Leave a reply