Site icon Jamuna Television

গোপনে হাইকোর্টে ভিকারুননিসার অধ্যক্ষ, পর্যবেক্ষণ করলেন ফোনালাপ ফাঁসের মামলা

ছবি: সংগৃহীত

হাইকোর্টে হাজির হতে না বললেও গোপনে এসে হাইকোর্টে ফোন আলাপ ফাঁসের মামলা পর্যবেক্ষণ করে গেলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে মামলার শুনানির দিন ধার্য ছিল। পরে হাইকোর্ট দ্রুত অধ্যক্ষ কামরুন নাহারের ফোনালাপ ফাঁসের তদন্ত শেষ করার নির্দেশ দেন। সেই সাথে আগামী ৩১ অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করতেও নির্দেশ দেন হাইকোর্ট।

এসময় আদালত বলেন, মিডিয়ায় কথা বলার সময় সরকারী কর্মকর্তারা কোনো নিয়মই মানেন না। এই বিষয়ে রিপোর্ট আসার পর পরবর্তী আদেশ দেবেন হাইকোর্ট।

এছাড়াও রিটকারীর আইনজীবী শঙ্কা প্রকাশ করে বলেন, তদন্ত রিপোর্টকে ম্যানিপুলেট করতে পারে। তাই তাকে দায়িত্ব থেকে অপসারণ করে তদন্ত করা উচিত বলে জানান তিনি।

Exit mobile version