Site icon Jamuna Television

ডেঙ্গুতে বিপর্যস্ত ভারত, ১১৪ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

করোনা মহামারি নিয়ন্ত্রণে আসার আগেই ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ভারত। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তর প্রদেশে মৃত্যুবরণ করেছে ১১৪ জন, যাদের বেশিরভাগই শিশু।

রাজ্যটির ফিরোজাবাদ শহরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে আগস্টের শেষ দিক থেকে এখন পর্যন্ত দেড় হাজারের মতো রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। পর্যাপ্ত বেড না থাকায়, চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলো সপ্তাহ থেকে মাঠে নেমেছে প্রশাসন।

ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি তেলেঙ্গানায়। রাজ্যটিতে গেলো মাসেই শনাক্ত হয় দু’হাজারের মতো রোগী। প্রতিবেশী হরিয়ানায় ডেঙ্গুতে মারা গেছে দু’জন; বিস্তারও ছড়াচ্ছে দ্রুত। এছাড়া, মুম্বাইয়ে ৩০৫, দিল্লিতে ১৫৮, ইন্দোরে ১৩৯টি ডেঙ্গু কেস লিপিবদ্ধ করেছে রাজ্য প্রশাসন।

/এম ই

Exit mobile version