Site icon Jamuna Television

চীনের সঙ্গে গোপন যোগাযোগ ছিল মার্কিন জেনারেলের

ছবি: সংগৃহীত

বিগত ট্রাম্প সরকারের ক্ষ্যাপাটে কূটনীতির বিষয়ে চীনের সামরিক কর্মকর্তার সাথে গোপনে কথা বলেছেন মার্কিন জেনারেল মার্ক মিলে। তবে এই ইস্যুতে মিলের সাফাই গাইলো বাইডেন প্রশাসন।

সম্প্রতি একটি বইয়ে প্রকাশ পায় জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান মার্ক মিলের এ গোপন তথ্য।

এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, জেনারেল মার্ক মিলের সম্পর্কে বেশ ভালোভাবেই জানেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ক্ষমতা গ্রহণের পর দীর্ঘ ৮ মাস ধরে জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মিলে। বেশকিছু আন্তর্জাতিক ইস্যু তারা যৌথভাবে সামলেছেন। তার নেতৃত্ব, স্বদেশপ্রেম এবং সংবিধানের প্রতি আনুগত্যের ওপর পূর্ণ আস্থা রয়েছে প্রেসিডেন্টের।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণ করেন ডোনান্ড ট্রাম্প। ২০২০ সালে দ্বিতীয় দফা নির্বাচন করলেও জো বাইডেনের কাছে হেরে যান।

Exit mobile version