ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ছবি: সংগৃহীত
মানবতা বিরোধী অপরাধের দায়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে তদন্ত শুরুর ঘোষণা দিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
গত বুধবার (১৫ সেপ্টেম্বর) হেগভিত্তিক ট্রাইব্যুনাল এ বিষয়ক বিবৃতি প্রকাশ করে।
আদালতের পর্যবেক্ষণ হচ্ছে, মাদক চোরাকারবার এবং মাদকাসক্তি নির্মূলে গুরুত্বারোপ করা উচিত ছিল সরকারের। অথচ, সে সময় প্রেসিডেন্টের নির্দেশে তথাকথিত মাদক বিরোধী যুদ্ধের নামে বিচারবর্হিভূত হত্যাকাণ্ড চালানো হয় ফিলিপাইনে। পরে এসব হত্যার কোনো তদন্তও করেনি সরকার।
ভুক্তভোগী ২০৪ ফিলিপিনোর জবানবন্দি এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্তকাজ শুরুর নির্দেশ দিয়েছেন ৪ বিচারপতির বেঞ্চ। হিউম্যান রাইটস ওয়াচের দাবি, প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে ক্ষমতা গ্রহণের পর মাদক বিরোধী অভিযানের নামে হত্যার শিকার হয়েছেন কমপক্ষে ৩০ হাজার মানুষ।
/এম ই
Leave a reply