Site icon Jamuna Television

ফরাসি সেনাদের অভিযানে সাহারা অঞ্চলের আইএস প্রধান নিহত

ছবি: সংগৃহীত

ইসলামিক স্টেটের সাহারা অঞ্চলভিত্তিক শাখার (আইএসজিএস) প্রধান আদনান আবু ওয়াহিদ আল–সাহারাবি নিহত হয়েছেন বলে দাবি করেছে ফ্রান্স।

সেনাবাহিনীর চালানো এক অভিযানে তাকে হত্যা করা হয় বলে জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। আজ (১৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়।

ঘটনা সম্পর্কে বিস্তারিত না বললেও এক টুইটার পোস্টে ম্যাকরন জানিয়েছেন, আল-সাহারাবিকে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করা এই অঞ্চলের সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের একটি উল্লেখযোগ্য সাফল্য।

পশ্চিম সাহারা অঞ্চলে জন্মগ্রহন করা সাহারাবি বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী হামলার সঙ্গে যুক্ত ছিলেন। সাহারা অঞ্চলে বিভিন্ন এনজিও কর্মীদের অপহরণ ও হত্যার সাথে যুক্ত ছিলেন এ জঙ্গী নেতা। ২০১৯ সালে মালি ও নাইজারে সেনাবাহিনীর ঘাটিতে হামলার পিছনেও তার সম্পৃক্ততা আছে বলে ধারণা করা হয়।

Exit mobile version