Site icon Jamuna Television

ভারত-ফ্রান্স ১৩ বিলিয়ন ডলারের চুক্তি

ভারতের সঙ্গে ১৩ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের ভারত সফরকালীন সময়ে দুই দেশের কোম্পানি পর্যায়ে এই চুক্তি সই হয়েছে।

ফরাসি প্রেসিডেন্টের দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। চুক্তির আওতায় ফরাসি কোম্পানি স্যাফরান স্পাইস জেট এয়ারলাইন্সের জন্য ইঞ্জিন সরবরাহ, সুয়েজ কোম্পানি ভারতের দক্ষিণের শহর দেবনগরীর জন্য আধুনিক পানি সরবরাহ ব্যবস্থা, এবং এয়ার লিকিদ শিল্প গ্যাস সরবরাহ করবে স্টারলাইটকে।

প্রেসিডেন্ট ম্যাক্রনের দপ্তর এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে দেশটি ভারতে দুই শত মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানানো হয়েছে।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version