Site icon Jamuna Television

আমাদের সম্পর্ক পরিবারের চেয়েও ভালো: বারাদার

মোল্লা আবদুল গনি বারাদার

মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে ভিডিও সাক্ষাতকারে হাজির হয়েছেন তালেবানের সহপ্রতিষ্ঠাতা ও উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার। তালেবানের ভেতর অন্তর্দ্বন্দ্বের খবর উড়িয়ে তিনি বলেন, না, এটা সত্য নয়। আমি ঠিক আছি, সুস্থ আছি। আমি কাবুলের বাইরে ছিলাম, ভুয়া খবর অস্বীকার করতে ইন্টারনেটে ঢোকারও উপায় ছিল না। খবর, ওয়াশিংটন পোস্ট’র।

দোহায় অবস্থিত তালেবানের রাজনৈতিক কার্যালয় বারাদারের সাক্ষাতকারের ছোটো এক ভিডিও ক্লিপ টুইটারে প্রকাশ করে। ভিডিওতে অন্তর্দ্বন্দ্বের খবর অস্বীকার করে বারাদার বলেন, আল্লাহকে ধন্যবাদ। আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক ভালো, আমরা একে অপরকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে সম্পর্ক পরিবারের চেয়েও ভালো।

এর আগে তালেবানের বিভিন্ন সূত্রের বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছিল, নতুন সরকার গঠন নিয়ে তালেবানে দ্বন্দ্ব দেখা দিয়েছে। 

যদিও প্রথম থেকেই তালেবান এ অভিযোগ অস্বীকার করে আসছিল। এর মধ্যে সংঘর্ষে বারাদারের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তখন বারাদার একটি অডিওবার্তায় বলেন, আমি একটি সফরে আছি। আমি এই মুহূর্তে যেখানেই থাকি না কেন, আমরা সবাই ভালো আছি।

এদিকে বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির ভাই আনাস হাক্কানি তালেবানে দ্বন্দ্বের বিষয় অস্বীকার করে টুইটারে এক বিবৃতিতে বলেন, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।

Exit mobile version