১১ বছরের এক স্কুলছাত্রীর চোখ থেকে প্রতিদিন ৬-৭ টির মতো মৃত পিঁপড়া বের হচ্ছে। ভারতের বেলাথাঙ্গায়ে অবস্থিত নেলিংঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।
ডেইলি মেইল সূত্রে জানা যায়, স্কুলছাত্রী অশ্বিনীর প্রচণ্ড চোখ ব্যাথা অনুভব করে। এরপর তার বাবা-মা অশ্বিনীর চোখের নিচে একটি পিঁপড়ার সন্ধান পায়। তারা মনে করেছিলো ঘুমের সময় হয়তো পিঁপড়াটি অশ্বিনীর চোখে পড়েছিল।
কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হলে তারা স্থানীয় হাসপাতালের একজন চিকিৎসকের কাছে যান। চিকিৎসকরা পিঁপড়া খুঁজে পাওয়ায় জানান যে, অশ্বিনীর চোখে এই পিঁপড়া তার কানের মাধ্যমে সম্ভবত প্রবেশ করেছে।
চিকিৎসকরা যাই্ বলুক, তাতে অশ্বিনীর চোখে থেকে পিঁপড়া বের হওয়া থামছেনা। পরে আবার অশ্বিনীর চোখে তীব্র ব্যথা ও যন্ত্রনা শুরু হলে অশ্বিনীকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১০ দিনের মধ্যে প্রায় ৬০ টি মৃত পিঁপড়া চোখ থেকে বেরিয়ে আসে।
এদিকে চিকিৎসকদের সাধ্যমতো চিকিৎসা সত্ত্বেও এখনো প্রায় ৫-৬টি পিঁপড়া তার চোখ থেকে প্রতিদিন বের হয়ে আসছে।
পরে গত শুক্রবার আবার অশ্বিনীকে অপর এক চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়, চিকিৎসকরা তার এই অবস্থা দেখে এখনও কোন সিদ্ধান্তে আসতে পারে নাই।

