Site icon Jamuna Television

১০ টাকার জন্য রিকশাচালককে কুপিয়ে হত্যা

১০ টাকা বেশি ভাড়া চাওয়ায় যাত্রীর হাতে খুন হয়েছেন রিকশাচালক আবুল হোসেন।

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে রিকশা ভাড়া দশ টাকা বেশি চাওয়ায় বাকবিতন্ডার জেরে মো.আবুল হোসেন (৩৫) নামক এক রিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে রিকশার যাত্রী। এ ঘটনার অভিযুক্ত এখনও পলাতক বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গনিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিকশাচালক মো.আবুল হোসেন (৩৫) চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনিপুর গ্রামের চান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র মারফত জানা গেছে, আজ দুপুর পৌনে ২টার দিকে রিকশাচালক আবুল হোসেন চৌমুহনী রেল স্টেশন থেকে এক ব্যক্তিকে নিয়ে গনিপুর গ্রামে ভাড়া নিয়ে যায়। একপর্যায়ে ওই যাত্রীর সাথে ভাড়া নিয়ে তার বাকবিতন্ডা বেঁধে যায়। পরে রিকশা ভাড়া দশ টাকা বেশি চাওয়ার জেরে তার বাড়ি থেকে দা এনে রিকশাচালক আবুল হোসেনের গলায় কোপ দিলে গলার শ্বাসনালি কিছু অংশ কেটে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় রিকশাচালককে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ১ নং ওয়ার্ডে ভর্তি করে রিকসাচালক আবুল হোসেনকে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে সে মারা যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা জানাতে পারেনি।

/এসএইচ

Exit mobile version