Site icon Jamuna Television

একেকটি গাড়ির দাম কয়েকশ’ কোটি, বিশ্বের সবচেয়ে দামি গাড়ি আনলো রোলস রয়েস

ছবি: সংগৃহীত

বিলাসবহুল গাড়ির কোম্পানিগুলোর মধ্যে প্রথমেই যার নাম আসে, সেটি হলো রোলস রয়েস। সম্প্রতি ‘রোলস রয়েস বোট টেল’ নামের নতুন একটি মডেল বাজারে নিয়ে এসেছে গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি। যার একেকটির দাম শুনলেই চোখ কপালে ওঠার যোগাড়।

‘বোট টেল’-এর তিনটি মডেল এনেছে রোলস রয়েস। এই গাড়ির দাম ২৮ মিলিয়ন ডলার বা বাংলাদেশি টাকায় যার দাম দাঁড়ায় ২৩৮ কোটি টাকারও বেশি। চার আসন বিশিষ্ট এই গাড়ির দৈর্ঘ্য ১৯ ফুট, চওড়া সাড়ে ৬ ফুটের বেশি এবং উচ্চতা ৫.২ ফুট। মাত্র ৫ সেকেন্ডের মধ্যেই ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগ ওঠাতে সম্ভব গাড়িটি। এই গাড়িতে কোচফিল্ড প্রোগাম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। গাড়ির পেছনের অংশ প্রজাপতির পাখনার মতো খোলা যায়।

গাড়ির দাম শুনেই সাধারণ মানুষের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার অবস্থা। তবে এর নির্ধারিত ক্রেতা যারা, তারা কিন্তু নতুন এই মডেল পেয়ে বেজায় খুশি।

Exit mobile version