Site icon Jamuna Television

আইসোলেশনে পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

অল্পকয়েক দিনের জন্যে আইসোলেশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এক-ডজনেরও বেশি সহচর করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ার খবর আসলে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। খবর রয়টার্স’র।

তাজিকিস্তানে অনুষ্ঠিত হওয়া রুশ নেতৃত্বাধীন নিরাপত্তা জোটের এক সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে কথা বলছিলেন পুতিন। এই সম্মেলনে তার সশরীরে অংশ নেয়ার কথা থাকলেও পারেননি। তবে সঠিক কতজন আক্রান্ত হয়েছেন এর কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। কিংবা কতদিন নিজেকে বিচ্ছিন্ন করে রাখবেন পুতিন তাও নিশ্চিত হওয় যায়নি।

তিনি বলেন, একজন কিংব দুজন আক্রান্ত হননি। কয়েক ডজন সহচর করোনায় আক্রান্ত হয়েছেন। যে কারণে কিছুদিনের জন্য আমাকে আইসোলেশনে যেতে হচ্ছে।

এর আগে ৬৮ বছর বয়সী পুতিন রাশিয়ার উদ্ভাবিত স্পুটনিক ভি টিকার দুটো ডোজ নিয়েছেন। চলতি সপ্তাহে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি নিজেই এই টিকার কার্যকারিতা পরীক্ষা করেছেন।

Exit mobile version