Site icon Jamuna Television

পূজায় নতুন সাজে মিথিলা, পোশাক দেখে সৃজিত বললেন, ‘হাওড়া ব্রিজ’!

রাফিয়াথ রাশিদ মিথিলা। ছবি: সংগৃহীত

ওপার বাংলার নামকরা পরিচালক সৃজিত মুখার্জির সাথে জমিয়ে সংসার করছেন মিথিলা। একই সাথে দৌঁড়াচ্ছে তার ক্যারিয়ার, পড়াশোনা। এরই ধারাবাহিকতায় আসন্ন পূজাকে সামনে রেখে ভারতীয় দৈনিক আনন্দবাজার পত্রিকার জন্য ফটোশ্যুট করেছেন তিনি। এরই মধ্যে লাল রঙা একটি গাউনের ডিজাইন দেখে সৃজিত বলে উঠেছিলেন, ‘আরে! এ পোশাক তো পুরোই হাওড়া ব্রিজ’।

এই ফটোশুটে মোট চারটি পোশাক পরে ছবি তুলেছেন মিথিলা। সৃজিতের বাড়ির স্টুডিও এবং ছাদে ছবি তোলা হয়েছে। বাড়িতেই ছবি তোলার কারণে মাঝে মাঝে শুটিং সেটে হাজির হচ্ছিলেন বাড়ির সদস্যরা, এর মধ্যে ছিল তাহসান-মিথিলার কন্যা আয়রাও।

সাধারণত ফটোশ্যুট করেন না মিথিলা। জানালেন, পড়াশোনা, সংসার, সন্তান পালন, অভিনয় ইত্যাদির জন্য সময় করে উঠতে পারেন না। তবে সবকিছু সামলে মিথিলা যে এখন সম্পূর্ণা, তা স্পষ্ট।

Exit mobile version