Site icon Jamuna Television

ফিফা র‍্যাংকিংয়ে একধাপ পেছালো বাংলাদেশ, ভারত দুইধাপ

ফাইল ছবি।

সাফ চ্যাম্পিয়নশিপের আগে ফিফা র‍্যাংকিংয়ে ধাক্কা খেলো বাংলাদেশ ফুটবল দল। আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) র‍্যাংকিং প্রকাশ করেছে। এতে একধাপ নিচে নেমেছে বাংলাদেশ।

চলতি বছরের জুনে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলে লাল-সবুজরা ছিল ১৮৪তম। যদিও আগস্টে চার ধাপ নেমে ১৮৮ তে চলে আসে জেমি ডে’র শিষ্যরা। নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে ১৮৯তম স্থানে নেমে এসেছে জামাল ভুঁইয়ার দলটি।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ২১০টি সদস্য দেশের র‍্যাংকিং প্রকাশ করে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ফিফার প্রকাশিত র‍্যাংকিংয়ে তলানি থেকে ২১তম দল বাংলাদেশ। মোট পয়েন্ট ৯০৬.৮৪। আগের পয়েন্ট ছিল ৯০৯.১১ পয়েন্ট।

চলতি বছর নেপালের ত্রিদেশীয় সিরিজে অংশ নেয় জামালের দল। এতে এক ম্যাচ জিতেছিল বাংলাদেশ। অন্যদিকে কাতারের মাটিতে বিশ্বকাপ বাছাইপর্ব খেলেছিল মাহবুবুর রহমান সুফিল-তারিক কাজীরা। আফগানিস্তানের বিপক্ষে ড্র করলেও ভারত ও ওমানের বিপক্ষে হারতে হয়েছিল। ফলে আগস্টে প্রকাশিত র‍্যাংকিংএ এর প্রভাব পড়ে।

অন্যদিকে ভারত পিছিয়েছে দুই ধাপ। ১০৫ থেকে তারা দুই ধাপ পিছিয়ে এখন ১০৭।

Exit mobile version