Site icon Jamuna Television

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ষ্টাফ রিপোর্টার

শনিবার সকালে উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ডেফলবাড়ী গ্রামের মোহাম্মদ আবুল হোসেনের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৫৫০ জন শিক্ষার্থীদের মাঝে সবুজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। ব্যক্তিগত সামাজিক দায়বদ্ধতা মুলক কাজের অংশ হিসেবে, সবুজ পরিবেশ, প্রকৃতির সৌন্দর্য বর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানব জাতির বসবাসে উপযোগী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাল্যবিবাহ, মাদক সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতিতে তার এ ব্যতিক্রমী উদ্দ্যোগ গ্রহণ।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মাজেদ আকন্দ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাবলু কুমার রায়, বাংলাদেশ আনসার ভিডিপির সহকারী এ্যাডজুটেন্ট সেলিম রেজা, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, মোঃ সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ কণ্ঠের উল্লাপাড়া প্রতিনিধি মোঃ রায়হান আলী প্রমূখ।

Exit mobile version