Site icon Jamuna Television

ভারতে হাশট্যাগ ‘বয়কট শাহরুখ’এর জোয়ার, নেপথ্যে ইমরান খান!

ছবি: সংগৃহীত

বলিউড বাদশাহ যিনি, সেই শাহরুখের বিরুদ্ধেই এবার বয়কটের ডাক উঠেছে ভারতে। শাহরুখকে এক নজর দেখতে যে ভক্তরা মুখিয়ে থাকেন সবসময়, তারাই এখন শাহরুখের আগামী ছবি ‘পাঠান’ বয়কটের জোর দাবি তুলেছেন। আর এর কারণ পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানের সাথে তার একটি ছবি।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকেই ভারতে ট্রেন্ডিংয়ের এক নম্বরে রয়েছে ‘#বয়কটশাহরুখখান’। এর কারণ, তিনি পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেট অধিনায়ক ও বর্তমান প্রেসিডেন্ট ইমরান খানের ভক্ত। বিষয়টি এর আগে নিজেও প্রকাশ করেছেন শাহরুখ। ইমরান খানের অটোগ্রাফ নেয়ার গল্পও প্রকাশ্যে গণমাধ্যমকে বলেছেন এই অভিনেতা। তাহলে হঠাৎ পুরনো একটি ছবি নিয়ে এতো হুলুস্থুল কেনো?

মূলত, সোশ্যাল মিডিয়ায় শাহরুখ এবং ইমরান খানের একটি পুরনো ছবি প্রকাশ পেয়েছে। এতে আগুনে ঘি হয়েছে, তালেবান ইস্যুতে ইমরান খান তথা পাকিস্তানের অবস্থান। তালেবান ইস্যুতে ইমরান খানের বিভিন্ন মন্তব্যে বেজায় চটে আছেন ভারতীয়রা। এই অবস্থায় তার সাথে শাহরুখের ছবি, মেনেই নিচ্ছেন না তারা। এর জেরেই এবার শাহরুখের বিরুদ্ধে উঠলো বয়কটের ডাক। তবে এ নিয়ে শাহরুখের বক্তব্য এখনও জানা যায়নি।

Exit mobile version