Site icon Jamuna Television

৬১ বছর বয়সী বৃদ্ধাকে বিয়ে ২৪ বছর তরুণের

ছবি: সংগৃহীত।

প্রেম মানে না বয়স। এমনই এক ঘটনা ঘটেছে কুরান ম্যাকেইন এবং শেরিল ম্যাকগ্রেগর এর মধ্যে। দুজনের মধ্যে বয়সে ৩৭ বছরের ব্যবধান থাকলেও প্রেমের ক্ষেত্রে তা বাঁধা হয়ে দাঁড়ায়নি। খবর ডেইলি মেইল’র।

টিকটকে প্রেম, তারপর বিয়ে। ৬১ বছরের আমেরিকান নারীকে বিয়ে করেছেন ২৪ বছরের তরুণ। জানা গেছে, ওই বৃদ্ধা নারীর সাত সন্তান রয়েছে। তার নাতি-নাতনির সংখ্যা ১৭ জন।

কুরানের বয়স যখন মাত্র ১৫ বছর, তখন শেরিলের সাথে তার প্রথম সাক্ষাত হয়। শেরিলের এক ছেলের রেস্টুরেন্টে কাজ করতেন কুরান। শেরিলকে একটি দোকানে ক্যাশিয়ারের চেয়ারে দেখেন কুরান, তখন পূর্বপরিচয়ের সূত্রে তাদের মধ্যে ফের আলাপ হয়।

কথাবার্তার একপর্যায়ে কুরান জানতে পারেন, শেরিল নিয়মিত টিকটক ভিডিও বানান। একটি ভিডিওতে নিজের নাচের দৃশ্য আপলোড করেছিলেন তিনি। সেখানে অনেকেই বাজে মন্তব্য করেছেন, এ নিয়ে মন খারাপ তার। তখন শেরিলকে সান্ত্বনা দেন কুরান। এরপর থেকেই দুজনে এক সাথে ভিডিও বানাতে শুরু করে। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে তাদের মধ্যে, শেষে প্রেম, তারপর বিয়ে।

Exit mobile version