Site icon Jamuna Television

নতুন মাইলফলক স্পর্শ সাকিবের

এবার ফেসবুকে দেড় কোটি ফলোয়ার প্রাপ্তির মাইলফলক গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শেষ নয় দিনে প্রায় ছয় লাখ ফলোয়ার বেড়ে এখন সাকিবের মোট ফলোয়ার দেড় কোটি।

দুর্দান্ত পারফরমেন্সে অস্ট্রেলিয়ার সাথে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছিলেন সাকিব। কিন্তু নিউজিল্যান্ড সিরিজে তার পারফরমেন্স খুব একটা আশানুরূপ হয়নি। টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের অলরাউন্ডার তালিকায়ও হারিয়েছেন শ্রেষ্ঠত্ব। এখন তিনি সেরা অলরাউন্ডারের তালিকায় দ্বিতীয়। কিন্তু এসব কিছু কমাতে পারেনি সাকিবের প্রতি সকলের ভালোবাসা। আর তাই প্রথম বাংলাদেশী হিসাবে তিনি গড়লেন দেড় কোটি ফলোয়ার পাওয়ার মাইলফলক।

সাকিব তার ফেইসবুক পেইজে ১৫ মিলিয়নের ছবি পোস্ট করে সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ দেন।

ক্রিকেটারদের মধ্যে ফেসবুকে ফলোয়ারের দিক দিয়ে সবার শীর্ষে আছেন ভারতের বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে আছেন ভারতের লিজেন্ডারি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ফেসবুকে বিরাটের ফলোয়ার সংখ্যা প্রায় ৪ কোটি ৮০ লক্ষ। আর সচিনের ফলোয়ার ৩ কোটি ৭ লক্ষ।

Exit mobile version