Site icon Jamuna Television

আজ আদালতে তোলা হতে পারে ইভ্যালি’র রাসেল ও শামীমাকে

আজ আদালতে তোলা হতে পারে ইভ্যালি'র রাসেল ও শামীমাকে

ছবি: সংগৃহীত

আজ আদালতে তোলা হতে পারে ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও তার স্ত্রী শামীমা নাসরিনকে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাসেলের মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করে তাদের নিয়ে যাওয়া হয় র‍্যাব সদর দফতরে।

এর আগে র‍্যাব সদস্যরা যখন বাসার ভিতরে তল্লাশি ও কাগজপত্র দেখছিলেন, তখন আলাদা আলাদা কক্ষে ছিলেন রাসেল ও তার স্ত্রী। ভেতরে তল্লাশি শেষে তাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।

এদিকে র‍্যাব যখন তাদের আটক করে নিয়ে যাচ্ছে তখন রাসেলের বাসার সামনে বিক্ষোভ করতে দেখা যায় ইভ্যালির গ্রাহকদের।

বৃহস্পতিবার ভোরে রাজধানীর গুলশান থানায় ইভ্যালির সিইও আর চেয়ারম্যানকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী আরিফ বাকের। নির্দিষ্ট সময়ের পণ্য সরবরাহ না করা ও টাকা ফেরত চাইলে হুমকি-ধমকির অভিযোগ করেন ওই বাদি।

এনএনআর/

Exit mobile version