Site icon Jamuna Television

পরিবেশ দূষণে অপরাধী সাব্যস্ত হলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় পরিবেশ দূষণের জন্য অপরাধী সাব্যস্ত হলেন প্রেসিডেন্ট জোকো উইদোদো। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দেশটির একটি আদালত তাদের মন্ত্রী ও কর্মকর্তাদের রাজধানী জাকার্তার পরিবেশ দূষণের জন্য দায়ী করেন।

অভূতপূর্ব রায়ে রাজধানীর বাতাস পরিশুদ্ধের জন্য বাস ও ট্রেন স্টেশনে নজরদারি বৃদ্ধির পাশাপাশি কার্যকরী পদক্ষেপ গ্রহণের নির্দেশ আসে। বলা হয় পরিবেশের মান উন্নয়ন করতে হবে প্রেসিডেন্টকেই।

এছাড়া মেয়াদোত্তীর্ণ যানবাহন, কালো ধোয়া নিয়ন্ত্রণ, শহরগুলোর বাতাসে বিশুদ্ধতার মাত্রা নিশ্চিত করবে প্রাদেশিক সরকারগুলো।

২০১৯ সালে জাকার্তার ৩২ জন বাসিন্দা দায়ের করেন মামলাটি। যার প্রধান অভিযুক্ত ছিলেন দেশটির প্রেসিডেন্ট, বন ও পরিবেশ মন্ত্রী এবং জাকার্তার গর্ভনর। সে বছর বায়ু দূষণের তালিকায় শীর্ষে ছিলো ইন্দোনেশিয়া।

Exit mobile version