Site icon Jamuna Television

চিতলিয়া বাজার লুট করা সেই দুর্ধর্ষ ডাকাতদের বিরুদ্ধে মামলা

মুন্সিগঞ্জ সদরের চিতলিয়া বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা ১৮ থেকে ২০ জনকে আসামি করে মামলা হয়েছে। গতরাতে সদর থানায় মামলা করেন বনিক স্বর্ণশিল্পালয়ের মালিক রিপন বনিক। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে নদীপথে চিতলিয়া বাজারে হানা দেয় ১৮ থেকে ২০ জনের একটি ডাকাতদল। বনিক স্বর্ণশিল্পালয় ও মনুনাগ স্বর্ণশিল্পালয় নামে দুটি দোকানের স্বর্ণ ও টাকা-পয়সা লুটে নেয় তারা। ভুক্তভোগীদের চিৎকার ও মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা দিলে নদীপথে পালিয়ে যায় তারা। পালানোর সময় পুলিশের ট্রলার লক্ষ্য করে বিস্ফোরক ছুঁড়ে মারে ডাকাতরা।

দোকান মালিকদের অভিযোগ, ডাকাতদল প্রায় ১০৭ ভরি স্বর্ণ ও ৪০ লাখ টাকা লুট করে নিয়ে যায়। সিসিটিভির ফুটেজ দেখে ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version