Site icon Jamuna Television

প্রথম গোলের পরই বাবাকে হারালেন ম্যানসিটি খেলোয়াড়

নাথান আকে ক্লাবের হয়ে প্রথম গোলের পরই হারিয়েছেন বাবাকে। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে পেয়েছেন নিজের প্রথম গোল। তার দল ম্যানচেস্টার সিটি পেয়েছে ৬-৩ গোলের বড় জয়। এমন আনন্দঘন মুহূর্তের ঠিক কয়েক মিনিট পরই মারা যান বাবা। এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ম্যানসিটির ডাচ ফুটবলার নাথান আকের সাথে।

গত বুধবার (১৫ সেপ্টেম্বর) ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লাইপজিগের বিপক্ষে তার করা গোলেই প্রথম লিড নিয়েছিল সিটিজেনরা। আর তারপরই শুনতে হয় বাবার মৃত্যু সংবাদ। দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে করা গোল বাবার নামে উৎসর্গ করেছেন নাথান। গেল বছর বোর্নমাউথ থেকে ম্যানসিটিতে যোগ দিয়ে খেলেছেন ১৬ ম্যাচ। আর নেদারল্যান্ডসের হয়ে খেলেছেন ২২ ম্যাচ।

/এম ই

Exit mobile version